
প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০:৩০‑এ মাগুরার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় |পদযাত্রা দলটি শহরের ভায়না মোড় থেকে শুরু করে প্রায় ১২:০০‑এ ভায়না মোড় , চৌরঙ্গী ও পুরাতন পেট্রোল পাম্প এলাকায় একটি পথসভা আয়োজন করে |এরপর বেলা ১২:৩০‑এ নড়াইলের দিকে রওনা, বিকেলে ৫:০০‑এ নড়াইল মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে, এবং সন্ধ্যা ৬:০০‑এ যশোরে যাত্রা সম্পন্ন হবে |পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য নেতৃবৃন্দ:নাহিদ ইসলাম (আহ্বায়ক ও দলের কন্ঠস্বর),হাসনাত আব্দুল্লাহ (মুখ্য সমন্বয়ক),সারজিস আলম, তাসনিম জারা, আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, ডা. সামান্তা শারমিন এবং তারেক রেজা ইত্যাদি |ভাইনা মোড়ে নাহিদ ইসলামের ভাষণ:
- “সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না” |
- “জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র‑জনতা মেনে নেবে না”|
- আগামী ৩ আগস্ট‑এর মধ্যে বাস্তবায়ন না হলে, ঢাকা শহীদ মিনারে মিলিত হবে ছাত্র‑জনতা|
- দেশ গড়তে নতুন সংবিধান প্রণয়ন, মৌলিক সংস্কার, অবৈধ ক্ষমতা‑দখলকারীদের প্রতিরোধ, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান|